মেয়ে তোমার বৃষ্টিহীন আকাশ ছুঁতে নয়
তোমার চোখের জল ছুঁয়ে যেতে চাই,
কোনো স্বপ্নের পথে বিবর্ণ হতে চাই না
তোমার স্বপ্নের অলিগলি হয়ে চলতে চাই
হাজার কষ্টে তোমার বুকের চিনচিন ব্যথা নয়
স্পন্দনের অণুর সুখ হয়ে চিরস্থায়ী হতে চাই!
প্রচন্ড ব্যথার বুকচাপা আর্তনাদ হয়ে নয়
যন্ত্রণার তীব্রতার অদৃশ্য সান্ত্বনার পরশ হতে চাই
ঝরে পরা অশ্রুর অব্যক্ত অসহ্য ছটফটানি নয়
তার পুরোভাগের আর্তনাদের আজন্ম ভরসা হতে চাই!
থেমে যাওয়া সম্পর্কের সুতোর টানের বাধ্য নয়
বাস্তবিক তোমার হয়ে তোমার তুমির একান্ত হতে চাই
মুক্ত আকাশ ভেবে অলিখিত খাঁচার বন্ধনে নয়
পবিত্র বন্ধনের সবটুকু স্বাধীনতার বিশ্বাস হতে চাই
জোর করা সিদ্ধান্তের কঠোর আদেশের হুকুম নয়
ভালোবেসে যৌথ সিদ্ধান্তের পরস্পর সুখের খুঁটি হতে চাই!!