কেমন আছো??
এখন এ প্রশ্ন অবান্তর তবু করছি
মন জানতে চাইছে সত্যি তুমি কেমন আছো??
শুনেছি তোমার এখন ভরা সংসার হয়েছে,
সত্যি এই আমিও চাইতাম তুমি সংসারী হও
তবে অন্য কারো না আমার একান্ত আমার!!
তোমার চোখ ঠোঁট নাক কপাল সব সেই আগের
মতোই কি মিষ্টি আর মায়ায় জড়ানো আছে
শুধু বদলে গেছে আমার সবচেয়ে প্রিয় তোমার
সিঁথির পথটুকু ওখানে এখন আমার নামে নয়
অন্য কারো দীর্ঘায়ু কামনায় রোজ সিঁদুর ওঠে!
মনে পড়ে তোমার!!সেইদিন গুলোর পাগলামি-
তোমার কি আবদার,দাঁড়াও বেয়ারা চোখগুলো
জানো তো এখন খুব জ্বালায়, যখন তখন ভিজে যায়
না পারিনি তোমার ছোট্ট ছোট্ট আবদার গুলো রাখতে
অথচ দেখো আজ আমি তোমার সব আবদার রাখার পূর্ণ
যোগ্য কিন্তু তোমাকে নিজের করে রাখার কোনো অধিকার
আমার নেই, হয়তো এই অধিকারটুকু কেড়ে নেয়ার জন্যই
আজ তুমি অন্য কারো বুকে মাথা রেখে ঘুমোতে যাও,
ভেতরের কান্নাটুকু কেউ দেখতে পায় না সে তোমার সাথে
মিশে থাকা মানুষটিও নয়,আর প্রশ্ন নয় শুধু শেষবারের
মতো জানতে চাই-আমিহীন তোমার রাতগুলো এখন কেমন কাটে,
উত্তর তুমি চাইলে নাও দিতে পারো তবে বড্ড জানতে ইচ্ছে হচ্ছে-
সত্যি তোমার রাতগুলো কি করে কাটে!!আমি তো এখনো
তোমার হাসিমাখা ছবিটা দেখেই রাত থেকে ভোরের প্রথম প্রহরে
অনায়াসে হেঁটে যাই আর নিঃশ্বাস দ্রুত দ্রুত হতে হতে থেমে
বাতাসের কানে বলে দেই-তুমি ভালো থেকো অনেক ভালো,
সুখী হও অনেক সুখী, তার বিনিময়ে এই আমি না হয় আজন্ম
তোমার ছায়ার সাথেই বসত করে নেবো একান্ত থেকে একান্ত হয়ে!!।