মাঝরাতে আদরের চাঁদরে লুকিয়ে প্রিয়া
তোমার শেষ রাতের সোহাগের চাঁদমুখ,
সুখের পিঠে এখন যেনো সুখের বসত তাই
মন ফাগুনের মিষ্টি ছোঁয়ায় ভালোবাসার
রোদ-বৃষ্টির ছোট ছোট আহ্লাদী খুনসুটি!
ঘুম জড়ানো চোখের মায়ায় তোমার-আমার
শান্ত হিয়ার অশান্ত সব ডাকাডাকির ভীড়
অতো সুখের নামগুলো সব নিত্য হারায়
প্রিয়ার হাসির টোলের মাঝের ভাঁজের পরে
লাজুক লাজুক আলতো ছোঁয়ায় কেমন তুমি
যেনো নিবিড় স্বর্গসুখের সাতকাহনের নিমন্ত্রনে!!
হঠাৎ পাওয়ার সবটুকুতেই আলিঙ্গনের স্বপ্ন আঁকা
আরশি কেমন চোখ মেলে চায় প্রতিচ্ছবির অন্তরালে
হয়না কথন যখন তখন এলোমেলো মন-খেয়ালে
যেদিন হবে সত্য প্রহর তোমার আঙিনা চৌকাঠে
সেদিন যেনো জল ফেলো না হৃদ-মাঝারের মধ্যভাগে!!!