শহরটা যখন খুব ক্লান্ত হয়ে
রাতের বুকে নিজেকে সমর্পন করলো
ঠিক তখনই দক্ষিণের কিছু শুভ্র আলো-
আঁধারির সমীরণ তোমার কপোল
ছুঁয়ে আমাকে প্রেমী বার্তা দিলো,
বলে গেল কানে কানে -
এই মেয়ে তুমি কেমন আছো,
আমি যে তোমার হৃদয় জুড়ে
এক ভালোবাসার প্রাসাদ তৈরী করেছি
তা কি তুমি ছুঁয়ে দেখবে না,
যার পুরোটা জুড়েই তোমার
ভালোবাসার রং জড়ানো,
প্রতিটা রাত এখন অপেক্ষায়
তোমাকে বরণ করার আয়োজনে,
মরু হৃদয় যেন আজ আর
তৃষিত থাকতে চাইছে না,
সে আজ তোমার ছোঁয়ায় জেগে উঠেছে; -
এই ভালোবাসা, তুমি কি আমায় ভাবছো,
দেখছো কী আমি ঠিক তোমার
নিঃশ্বাস দূরত্বেই বসবাস করছি।
এক জীবন পার করে দেবো তোমার
ওই চোখের জমিনে নিজেকে সমর্পন করে,
জেগে থাকা শহরের ব্যস্ত রাত
আর আমার ক্লান্ত হৃদয় আজ প্রাণ চঞ্চল
হতে চায় তোমার ভালোবাসার মুগ্ধ স্পর্শে,
প্রিয়তমা তোমার ওই আঁখির মাঝেই বিলীন হবে
আমার সকল না পাওয়া দুঃখের নীলাভ কষ্ট,
বলে যাবো বারবার, প্রিয়তমা,
এই অন্তর শুধুই তোমার তোমার তোমার ...