তুমি আমি সব হারিয়েছি তবু
সামনে চলার নাম যে জীবন
পেছনের দেয়ালে তাকিও না
ঝাপসা স্মৃতি চিহ্ন গুলো খুব
পোড়াবে তোমায় দহন জ্বালায়!
মনে করো শেষ বর্ষার উপচে পরা
বিকেলের রিমঝিম ঝরে পরার ক্ষণ
সেখানে কতো কি পরে আছে !!
হাত বাড়ালেই ছোঁয়া যায় তবে
না বাড়িয়েও ভীষণ রকম ছুঁয়ে
থাকার মুগ্ধতায় জীবন রঙ্গিন!!
চোখের জল ঝরে যায় বৃষ্টি হয়ে
যেনো এক টুকরো মেঘ হয় তোমার
ভালোবাসার আশ্রয়ের নিরাপদ সুখ!
কিছু পিশাচের রক্তচক্ষু অনায়াসে
পরাজিত ভালোবাসার ঠাস বুননে
পিছিয়েছি বলেই এগিয়ে যাওয়ায়
বারণ তার সঠিক কোনো যুক্তি নেই!
অনুভবের সবটা শুধু তোমার আমার
সেখানে প্রবেশের দুয়ারে বিধি নিষেধ
সাময়িক আহত দুপুরের সোনা রোদ
তবে নতুন প্রত্যয়ে ফিরবে বলে দেখো
সন্ধ্যার মেঘমালারা জোৎস্নার অপেক্ষায়
দীর্ঘশ্বাস শুধু অসহায়ত্বের জানান দেয়
তাই উঠে দাঁড়াও আর চিৎকার করে
বলে যাও প্রভাতের আলো জুড়ে ফুটবে
বিকেল বেলার সবুজ ঘাসের ফুল
সেদিন দুহাত বাড়িয়ে তোমাকে ছুঁয়ে
বলে যাবো ভালোবাসি আমার ভালোবাসা!!