চল যাই মোরা,
আবার ফিরে যাই।
যেথায় আছে শিশুবেলা,
নিস্তব্ধ মেঠো পথ,
অপরূপ ফড়িংয়ের মেলা,
গ্রামের পানে চাই।


নিস্তব্ধ পথের ধারে,
নিবিড় পুকুর পাড়ে,
ধূলোয় খেলা দিন।
দুঃখের ছলে হঠাৎ,
মনে পড়ে সেই
ছোট বেলার দিন।


প্রাণ কাঁদে মোর,
ভাঙে ঘুম ঘোর,
চলরে ফিরে যাই।
শৈশবের লাটিম খেলার
সেই দিনগুলো মোরা,
ফিরে পেতে চায়।


বাবার সাথে হেঁটে চলা,
কথার আগে কথা বলা,
হাজার করা সেই বায়নাগুলি
হয়তো আবার করতে চাই।
শহর ছেড়ে চলরে মোরা,
মোদের গ্রামের পানে চায়।


ধানক্ষেতেরই পাশে কাশফুলেরই বন।
পাইনা ছুঁতে কাশফুল আমি
রোজ কাঁদে আমার মন।
প্রতি রাতে রোজ প্রাতে
আমি মায়ের আদর চাই।
স্মৃতিগুলো দুঃখের সাগরে ডুবায়।


মায়ের হাতের রান্না খেয়ে
মুখ মুছেছি আঁচল দিয়ে
বড় সাধের সেই দিনগুলি
আবার ফিরে পেতে চায়।
চল মোরা শহর ছেড়ে,
মোদের গ্রামের পানে চায়।