কাল রোদ উঠেছিল খুব ,
         আজ হঠাৎ আকাশ কালো
সূর্য মামার অতো তেজ ,
       ক্ষণেই হারিয়ে গেলো আলো ।
ক্রমে ক্রমে আঁধার হচ্ছে গাঢ়,
          বৃষ্টিঝড় ধেয়ে ধেয়ে এলো ।
গাছের পাতা  ছুঁতে চাই মাটি
     মাঝি ভায়ার নৌকা টলোমলো ।
জীর্ণ কুটির, গাছ গাছালী ,
        পক্ষি শাবক , কোলের শিশু
মাঠের কিষাণ, মাঝি-মাল্লার,
           মাঠের রাখাল , গৃহ বধূ,
গ্রাম-গঞ্জের পথিক আছে যত ।
ভয়ে কাঁপে সন্ধ্যা-সকাল সে খবর কী রাখো?
জলে-স্থলে উত্তাল নৃত্যে সে
                  আজ কি যে তার গতি ।
তাড়াতাড়ি কাজ সারো ,
            ফিরে চলো সবাই বাড়ি ।
প্রকৃতি এবার রাগ করেছে ,
               হবে ক্ষয়-ক্ষতি হানাহানি ।
জোরকদমে চলবে তাণ্ডব ,
             আসছে তাই ঘূর্ণিঝড় ফণী ।