অভিসারের সাজ


ডাকলে কেন লুকিয়ে থাকো আমার হতে দূরে
আসবো না আর কোন দিনও তোমার অন্তঃপুরে,
হারিয়ে যাবো কোথাও দূরে -
ফিরব না আর ডাকলে ঘরে -
দেখবো তুমি কেমন থাকো আমায় ভুলে একা,
ডেকে ডেকে অধীর হবে তাও দেব না দেখা।
কথা ছিল থাকবো আমি হেমন্তেরই রাতে
তাই এসেছি শরৎ শেষে সন্ধ্যা আঁধার হতে,
এসেই তোমায় ডাকছি আমি -
লুকিয়ে কোথাও শুনছো তুমি -
নিঝুম প্রদোষ উৎসুক আজ লুকাও কেন তবে
এমনি শীতেই কথা ছিল মিলন সুখের হবে!
ওই তো দেখো আকাশ পানে মেঘের আনাগোনা
ঝিঁঝিঁপোকা লুকিয়ে গেছে যায় না ঝিঁঝিঁ সোনা,
চাঁদের আলো নেই তো রাতে -
মেঘ আড়ালে তারার সাথে -
অনেক আগে আসেনিতো থাকতে আমি আজ
অভিসারের সাজ সাজতে পাচ্ছ বুঝি লাজ।
আচ্ছা তবে ডাকবো না আর রাত ফুরালে ভোরে
তোমার পথেই রইব বসে একটু খানি দূরে,
সময় হলে ডেকে নিও -
কাঁকন গুলো দুলিয়ে দিও -
তখন আমি বুঝবো শুধু বুঝবে না তো কেউ
মিলন সুখে ভাঙবে বুকে হাজার সাগর ঢেউ!
সেই সময়ে রাত্রি জুড়ে পড়বে শুধুই ঘ্রাণ
অপেক্ষাতে থেকেও তবু করবো না অভিমান,
ভোরের বাতাস ভারী হবে -
শরীর ঢেকে আঁধার রবে -
নির্ঘুম রাত ক্লান্তি বিহীন খেলবে খানিক আরও
সাজতে দেরি হলে তুমি ভোরেও আসতে পারো।


রচনাকা : ২০১৭-১৮