একটি সমাজ শেষ হয় তার-
স্বল্প শিক্ষা জ্ঞানে ,
বাংলা ভাষাও নিষ্প্রাণ আজ -
ভিন-ভাষা মিশ্রনে !
লজ্জায় মরি বললে কথা -
শুধুই বাংলা করে ,
তাইতো ভাষায় হিন্দি মিশাই
জোড়া সাঁকোর ধারে ।
পার্কস্ট্রিটে তে বললে খানিক-
ইংরাজি দি ঘেটে ,
বড় বাজারে হাজার ভাষায়
আজব ভাষা ছুটে !
কবিতাও কিছু এমনি লিখে
করছি সব উৎকৃষ্ট ,
আমরা কবি সৃষ্টিছাড়া
ব্যাকরণ হীন শ্ৰেষ্ঠ ।
নন্দনের ওই দেয়াল ধারে
না হয় সভা ঘরে ,
দেখতে পাবে প্রেমের কবি
আজব ভব ঘুরে !
পাঞ্জাবিতে মানায় ভালো
দাড়িটিও মিষ্ট ,
দয়াল কবি সমাজ কবি
ব্যান্ডে কবি উৎকৃষ্ট ।
প্রতিদিনের সভায় হাজির
বাঙালি সাহেব কবি ,
একাডেমির চেয়ার ভরা
দেয়ালে মলিন রবি ।
.......... 23 . 1 . 2018 .......
নিরক্ষর
কবি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা আগামী বইমেলায় প্রকাশ করার পরিকল্পনাও ছিলো।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।  কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে কবির প্রতি সকলের ভালোবাসা ও সম্মান প্রত্যাশা করি।


সকলে ক্ষমা করবেন।