তেমনি করেই রাত্রি আসে রোজ
তেমনি করেই আঁধার শেষে ভোরে,
তেমনি করেই অলস প্রভাত ক্ষণ
ডাকে আমায় রোজই এসে দ্বারে!
নিত্ত কর্মে দিনেই মাঠে যাই
ঘাস গুলো সব আজও লুটায় পায়ে,
খেজুর ডালের একটু আড়াল থেকে
শালিক কটা রোজই দেখে চেয়ে।
খোলা মাঠে কাজের মধ্যে থাকি
ঘর আসিনে এখন দুপুর হলে,
পান্তা ভাতে নুন মাখিয়ে খাই
দুপুর কাটাই একলা শিমুল তলে।
জানো এখন দুপুর গড়ায় যখন
গাছের ছায়া লুকায় দক্ষিণ কোণে,
রোদ খানি ঠিক আগের মতোই পড়ে
হয়না আড়াল নেই যে তুমি সনে!
ঘুম আসে না রোদের তীব্র তাপে
সময় কাটে বৃথাই কর্মে তাই,
বিকেল আসে উদাস পারা মেঘে
নিয়ম করে আবার ঘরে যাই।
অনেকটা পথ মেঠো পথের আল
দূরের গাঁয়ে শিশু খেলে মাঠে,
আমার পথেই সন্ধ্যা নামে রোজ
নতুন দীঘির পুবের পাশের ঘাটে।
প্রদীপ রাখি ভাঙ্গা তুলসীর তলে
রাত্রি আসে উদাস স্বপন জুড়ে!
এখন আমার নীরব রাতের কথা
প্রদীপ শিখায় আপন মনে পুড়ে।


(রচনাকাল: ২০১৭-১৮)