রাত আঁধারে বেড়ায় একা আমায় ডেকে ডেকে -
উদাস হাওয়ায় পাল খুলে তার মরা নদীর বাঁকে ,
নিত্য যে তার আনা গোনা -
নূপুর ধ্বনি যায় যে শোনা ,
বাজলে কাঁকন তখন বুঝি সে যে অনেক কাছে ,
উদাস নয়ন হারায় আমার অমানিশার পিছে !
দূর সুদুরের বাউল হাওয়ায় প্রায়ই প্রকাশ দেখি -
জ্যোৎস্না আলোয় তারে আমি গর্ভ রূপে আঁকি,
আসে যখন অনেক কাছে -
ভাবনা তখন শুধুই মিছে ,
রূপ খানি তার অদ্বিতীয়া আমার নয়ন জুড়ে ,
তাই কি রাতে নিত্য আমার স্বপ্নে হৃদয় পুড়ে !
হাজার বছর একলা পথে এমনি করে আসে -
চাঁদের আলোয় লুকায় কভু নতুন দীঘি পাশে ,
দেখতে আমি পাইনে তখন -
নীরব থাকে হাতের কাকন ,
শরীর সুবাস আসে কেবল ওই বাতাসে মিশে ,
তখন আমি বুঝি সে তো আমার আশে পাশে ।
দিনের বেলা একলা থাকি কভু মাঠের আলে -
মন খেয়ালে তাকাই দূরে দিগন্তেরই ভালে ,
কি জানি কি দেখি তখন -
রৌদ্র গায়ে অলীক লিখন ,
বাউল সমীরণে শুধুই তারেই পরশ খুঁজে ,
আঁধার খানি নীরব থাকে দিনের আলো মাঝে ।
.................. 22 . 12 . 2017 ......................


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।