কবি তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ২ অক্টোবর ২০১৮ তারিখে তিনি সকলকে ছেড়ে চলে যান না ফেরার দেশে।  ২০১৮ সালের জন্মদিনে তারই লেখা কবিতা এখানে পোষ্ট করা হলো। ।


জন্মদিন
তপন সৎপথী (নিরক্ষর)


আবার আসিলএক জন্মদিন ক্ষন
প্রভাতে তপন তার খুলিল নয়ন ,
অবিচল চিত্ত মাঝে আখি ছলছল -
ধুলায় আড়ষ্ঠ পথ শত কোলাহল !
কি দিলে আমারে তুমি দুই হাত ভরে ,
কি নিলাম এই বেলা নিজ মনে করে ,
করিনি হিসাব তার এই ভাবি মনে -
যা কিছু দিয়েছ তুমি না লইব সনে ।
প্রথম নয়ন মেলি দেখি মাতৃ ক্রোড়ে
অমলিন সুখ হাসি তাঁর ওষ্ঠ পরে !
কাব্য কথা রাখিলাম সব আজিকার
আপন ভাবিও সবে আমিও সবার
থাকিব সকল ভুলে সবার চরণে
কর আশীর্বাদ আজ শুভ জন্মদিনে ।
প্রতিদিন যাবে চলি শত কোলাহলে
নুতুন প্রভাত সাথে থাকি যেন ভুলে ,
শুন্য আজ দুই বাহু কি দিব সবারে ,
করজোড়ে থাকিলাম আজি হতে দ্বারে ,
কবি নই লোক হয়ে থাকি মিথ্যা ভুলে
ঠাঁই দিও সকলের চরণের তলে ।
স্বার্থক হইবে তবে জনম আমার
জন্মদিনে শুভেচ্ছার প্রতি নমস্কার ॥


তপন সৎপথী (নিরক্ষর)
........................১২/৩/২০১৮ ......