বিচিত্র জগৎ মাঝে খুঁজি সেই জনে
সাহিত্যে সম্রাট আর গুরু কাব্য জ্ঞানে ,
দেশ জাতি ধর্ম কুল সবেতে স্বার্থক
তিনি যে দেবতা মোর বাকি নিরর্থক !
তাঁহার বাণীতে থাক সত্যের কথন
কাব্য কূলে সৃষ্টি হোক নব্য জাগরণ ,
তাঁহার চরণ তলে দিব গো অঞ্জলি
বিভেদিত সমাজের স্বার্থ জলাঞ্জলি ।
প্রবচনে মৌক্ষ লাভ শ্রবনে শ্রেষ্ঠত্ব ,
লোভে ক্ষয় সুনিশ্চিত অজ্ঞানে দাসত্ব ,
পর ঈর্ষা সৃষ্টি পথে অশুভ নিশ্চিত
ইহকাল পরকাল কর সুনিশ্চিত ।
বিচিত্র ছলনা জাল সৃষ্টির আঁচল ,
অলখ অঙ্কুরে হোক সাহিত্য বিহ্বল ।
............ 5 . 1 . 2018 ...................


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।