বাদলা মন


বাদলা মন সুড়সুড়ি দেয় একলা মনের কোণে
জলঝাপটায় ভিজলে শরীর আগুন লাগে মনে!
ঋতু কোনোই মানে না সে মানে না কোনও বেলা
আকাশ জুড়ে ঢাকলে মেঘ অন্তরে দেয় দোলা।
যখন ঢাকে কালো আকাশ মেঘ আড়ালে বসে
তখন মনে পুলক জাগে ভিজলে বারি শেষে।
শিহরণে আদিমতা সুখ অনাবিল প্রাণ
হতচ্ছাড়া মাতায় এমন রাখে না সম্মান!
এমনি সেদিন বোশেখ দুপুর এলো কাল মেঘ
হৃদ মাঝারে উঠল জেগে নিদারুণ এক বেগ!
অন্ধ হলো মোহে সেদিন আমার পোড়া চোখ
বুকের পরে নিলাম ধরে যা খুশি আজ হোক!
এলো আকাশ মাথার পরে ঝরল শেষে বারি
বৈশাখী মেঘ বিবস করে করলে শরীর ভারী।
তখন দেখি রক্ত চোখে আমার পানে চেয়ে
উষ্ণ ঘ্রাণে পুড়ছে বুক তীব্র শরীর বেয়ে!
আজকে যেন অনেক মেঘে আকাশ গেল ঢেকে
তাই বুঝি আজ ভর দুপুর অজান্তে কী ডেকে।
ধীরে ধীরে মেঘ গভীরে মন হারিয়ে দেখি
সর্বনাশের বৃষ্টি জলে শরীর ভাসল না কি!
এমনি বেলা বইল চলে ঝড়ের তীব্রতায়
ক্লান্ত শরীর অলস মনে আকাশ পানে চায়...


রচনাকা : ২০১৭-১৮