নীরব পৃথিবী তাই -বেঁচে থাকা বড়ো দায়
আমার তোমার !
এখানে সমাজ পুড়ে - কপালের শিরা ছিড়ে
জমাট রক্তে যীশু স্থির !
নিটোল গালের পাশে- শীত আসে মেঘ ভাসে
বেখেয়ালী ঈশ্বর বীর ।
হরিতকী বাগানের -নুয়ে পড়া ডাল ধরে -
প্রেম আছে পাঁচ আনায় বেঁচে ,
আমার স্বপ্ন গুলো একসাথে মাখে ধুলো
তবু তারা তোমাকেই যাচে !
যায় যাক হারিয়ে- কথাকলি ফুরিয়ে-
জীবনের মানে খুঁজি রোজ ,
ঈশ্বর চুপ হলে কবরের মেঠো আলে
আড়চোখে নিতে পারো খোঁজ ।
............... ১৯ . ২ . ২০১৮ ..........................


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।