ভীত ইতিহাস


আমার কবর জেগে রবে ঠিক
ধরার শান্ত কোলে,
কান পেতে আমি শুনবো বিচার
শ্মশানের ওই তলে।
হোক না সে আজ কিংবা আগামী
হাজার বছর বাদ,
বিবর্তনের স্বচ্ছ আওয়াজে
ধ্বংসের পাই স্বাদ!
নিশ্চিত আমি ঠিক দেখি চোখে
মানুষের পরাজয়,
বিভেদে মোহে অজ্ঞানতায়
বেঁচে থাকা অভিনয়!
আকাশের বুকে কান পেতে শোনো
সৃষ্টির উল্লাস,
আমি জানি সব শ্রেষ্ঠত্বের
ঘটে বিকৃত প্রকাশ!
তার প্রকাশেই ধ্বংস হচ্ছে
সকল নিদর্শন,
ওই দেখো দিকে পুরাতত্ত্বের
অসহায় নিরীক্ষণ!
ভাঙছে গুহা শিলালিপি সব
কিছু নির্বোধ হাতে,
মানবিকতা চোখ বুজে আছে
বুদ্ধিজীবীর সাথে।
শিক্ষা বিক্রি কিনছে আমির
মেধার অবক্ষয়,
গরিবের আছে শক্ত দু’বাহু
ইতিহাস করে ভয়।


রচনাকা : ২০১৭-১৮