বিদায় বেলায়


দিগন্তের পরপারে - নিশ্চিন্তে একাকী ঘরে
বন্ধু আমি থাকিব বসিয়া,
আমার নীরব চোখ - শ্রদ্ধা উন্মিলিত হোক
পূর্ণ ইচ্ছা অলক্ষে ভাসিয়া!
রেখেছি সবারি তরে - অসামান্য প্রীতি ভরে
ভক্তি -প্রেম -স্নেহ -মায়া খানি,
পৃথিবীর প্রতি জনে - রেখো মোরে তব সনে
অন্তর আত্মা বড়ো ঋণী।
বিস্মৃতির অতল তলে - নিজ দুঃখ রব ভুলে
হব সুখী তোমাদের সুখে,
হে বন্ধু ক্ষণিক এসে - দাঁড়াইও বেলা শেষে
ফিরে যেও নিজ অভিমুখে।
ফিরিবার প্রাক্কালে - নয়নের অশ্রু জলে
না ভিজাব মোর দুটি আঁখি,
আমার দিগন্ত পারে - সময়ের অবসরে
দূর হতে তব মুখ দেখি।
আমি তো চাহি না কিছু - থাকিব সবার পিছু
তবু মোরে শেষ সখা ভেবো,
প্রতিটি বেলার শেষে - চেয়ে রব দূরে বসে
তোমাদের সুখে সুখী হবো।
আসিবার শুভক্ষণে - শুধু ইচ্ছা মোর মনে
বন্ধু রবে কিছু পথ সাথে,
সুদূর দিগন্ত পারে - নিশ্চিন্তে থাকিব দূরে
অনুরোধ খানি থাক পথে।
কালচক্র বয়ে যাবে - পৃথিবী চাহিয়া রবে
নির্বাসনে নিশ্চিন্তেই আমি!
হেথায় শান্তির স্থলে - পরম সত্যের দলে
অমূল্য সম্পর্ক হোক দামি।
সবার চরণ তলে - রেখেছি নিশ্চিন্তে তুলে
যা ছিল আমার কানাকড়ি,
হে বন্ধু বিলায়ে দিও - তোমা কাছে এলে কেহ
দিও তারে ভাঙা ঘর বাড়ি!
হয়তো শতাব্দী পরে - আসি যদি দেখিবারে
সেই গাঁ ভাঙা ঘর খানি!
সহস্র ঋতুর সনে - খুঁজে নেব আনমনে
চিনে নিয়ো মোর নাম শুনি।
কিছুই রাখিনি হাতে - স্মৃতি টুকু লয়ে সাথে
বিদাই বেলায় বিশ্ব হতে,
আজিও নিব না কিছু - একাই থাকিব পিছু
হে বন্ধু রেখো মনে সাথে।
বৈরী বাতাস যদি - বয়ে যায় নিরবধি
রবে মিশে আমারই ডাক,
অতৃপ্ত বাসনা সব - যদি করে কলরব
পূর্ণতায় বিফল দূরে থাক।