হই আমি অর্বাচীন না হয় সত্যের,
বিদীর্ণ হিয়ার মাঝে সত্য শুধু মানি,
আকাঙ্খার ধন মন কাঙ্খিতের মাঝে
দিকভ্রষ্ট সমাজের হাহাকার শুনি!


কে দিল ধুলায় ফেলে সদ্য জাত ভ্রূণ -
কে রচিলে নীতিমালা শুধুই নারীরে,
ঘৃণার আচার কোন মূর্খ রীতি নীতি
আমার জননী আজো কাঁদে পথ পরে!


ধরায় নারী সে তো স্বর্গেরদেবী সম,
মিথ্যার আচার স্পর্শ নাহি করে যেন,
বৈধব্য রূপের সাজ দাও পুরুষেরে
নারী প’রে সামাজিক দায় ভার কেন!


পরাও শ্বেত বস্ত্র খাদ্যেতে নিরামিষ
দাও তুলে হস্তে তার যত নীতি মালা,
নিয়মের বেড়াজালে রাখি আজি হতে
শুরু হোক পুরুষের একা পথে চলা।


চাক্ষু উন্মিলিত কর ধার্মিক সমাজ,
নিয়মের নাগ পাস ছিন্ন করি আজ,
আমার কন্যার পথে না থাক নিয়ম -
তুলে দিনু আজি হতে সামাজিক কাজ।


হোক সে বিধবা মোর তবু হৃদয়ের,
নিয়ম কেবলি তুমি রচিলে তাহার,
কিসের বিধান সৃষ্টি করিলে ধরায়
পুরুষ রচিবে নীতি নিজ স্বার্থে তার!


আজি হতে জাগ্রত করহ শক্তি খানি
জননী- ভগিনী -কন্যা সমাজের যত,
শুরু হোক পথ চলা সাম্যের বিচারে
নীতিমালা রচ তুমি করে নিজ মত।


সুন্দর পৃথিবী পরে সকল ধর্মের
অবাঞ্ছিত রীতিনীতি করহ বিচার,
ধর্মসার শিরধার্য্য করিলাম আমি
নিষ্ঠুর নিয়ম রীতি করি পরিহার।


রচনাকা : ২০১৭-১৮