বর্ষার মেঘ


প্রতি দিনেই বর্ষা এসে ভিজায় আমায়
ভিজি তারই শীতল জলে মন খেয়ালে
দিনে হলে লুকিয়ে ভিজি দূরের মাঠে
সন্ধ্যা হলে ভিজি আপন উঠানতলে॥
অধিক রাতে ভিজলে শরীর আর পারি না
শিহরণে আকাশ বাতাস মত্ত উদাস
তন্দ্রা হারা বৈরী বাতাস বইলে পরে
জ্যোত্স্না ম্লান নিশ্চুপ হয় আঁধার আকাশ॥
ইচ্ছে হলে মেঘ কে ডেকে হারাই দূরে
চেরাপুঞ্জির পাহাড় কোলে কিংবা পথে
ভীষণ ভিজে হারিয়ে যাবার রাস্তা খুঁজি
বাঁধন হারা নিকষ কালো মেঘের সাথে॥
ঝরলে সকল শরীর ছুঁয়ে মাটির পরে
তারই সোঁদা গন্ধ সুবাস ঘামের বুঝি
ফোঁটার ঘায়ে বেনির জলের পরশ জাগায়
ঝরা মেঘের গায়ে তারই আঁচল খুঁজি॥
মহানন্দে কাটে বেলা আষাঢ় শ্রাবণ
কেমন করে দিন কেটে যায় খুশি খুশি
হৃদয় জুড়ে রাখবো ভাবি সারা বছর
বললে বলে ইচ্ছে হলেই বেশ তো আসি॥


রচনাকাল : ২০১৭-১৮