বজ্র মেঘ


নিস্তব্ধ আকাশ পরে মৃত আত্মা ঘুরে
বজ্র মেঘ অট্টহাসে বর্ষার অন্তরে,
ভ্রূকুটি উল্লাসে ভীত আলোর ঝলকে
মৃত্তিকা লুটিছে সুখ আপন পুলকে।


আঁধারিত বারিধারা ঝরিছে আপনি
ভয়ার্ত মধ্যাহ্ন দেখে এ-কোন যামিনী!
সূর্যের বিক্রম রশ্মি বিলীন মেঘেতে
পৃথ্বীর মুখ ম্লান মুহূর্তের আলোতে!


যে আলোয় ভস্মীভূত বজ্রাহত মন
সুধা স্বর্গ ঝরিয়াও না রুধে ক্রন্দন।
প্রলয়ের ডাকশুনি বর্ষা আগমনে
আঁধারীত দিগ্বিদিক ভয়ভীত মনে।


এ-কোন বর্ষার ধারা প্রলয় ডাকিল
দিকে দিকে জলোচ্ছাস আল্পনা আঁকিল!
ভাষায় যতেক নীড় ভাসে বনাঞ্চল
পর্বত মৃত্তিকা ছুঁয়ে হইল পিচ্ছল!


অগভীর সমুদ্রের উর্ধ্বগামী জল
গ্রাসিছে মনুষ্যের কিঞ্চিৎ সম্বল!
বাঁচুক অস্তিত্ব আজি ধরার নিজের
ফিরাইয়া দাও সব আমার পরের,


নব্য মৃত্তিকার পরে নবীন শস্যেতে
সবুজের রূপ দেখি প্রলয় বিশ্বতে!
বাঁচুক শিশুরা সব ভরা মাতৃ স্তনে
নিমন্ত্রণ পাঠাইব আষাঢ় শ্রাবণে।


রচনাকাল : ২০১৭-১৮