কোনো দিন বাতায়নে - তোমার ছায়ার সনে
দিনান্তের শেষে হব লিন ,
আকাশ চাহিয়া রবে - নীহারিকা কথা কবে
দূর মেঘে হইব বিলীন !
চাঁদ আলোক গায়ে - জ্যোত্স্না তরঙ্গ বেয়ে
বাড়াবে রাতের শোভা খানি ,
আলো টুকু মিশে রবে - মেঘ দূরে ভেসে যাবে
ছায়াতে ঢাকিব ছায়া অনি ।
কোথায় লুকাবে তুমি - খুঁজে ঠিক লব আমি
পথে মাঠে সুদুরের বনে ,
চেয়ে দেখো আছি সাথে - আলো আঁধারের পথে
চুপ চাপ তোমা ছায়া সনে !
মিশে রব রাত দিন - রোজ রোজ প্রতিদিন
প্রতি ঋতু বৎসরের পথে ,
আমার সকল কিছু - নেবোনা তো কোন কিছু
ছায়ায় রইব মিশে সাথে ।
এই টুকু আশা রাখি - বাকি পথ চেয়ে থাকি
তোমারই সেই মুখ পানে ,
নীরবে থাকিব বসে - তোমার শরীরে মিশে
নবীনের ডাক টুকু শুনে !
দিলাম ধরাটি শেষে - নীল দিগন্তে এসে
মুক্তির শেষ ঠিকানায় ,
শুন্য পানে চেয়ে দেখি - ছায়া আজ গেছে ঢাকি
অসীমের নীল নীলিমায় !
হায় তারুণ্য বেলা - কি মায়ার ছিল খেলা
অগভীর ভালোবাসা মন ,
দিনান্তের শেষ ক্ষণে - ধরায় শেষের দিনে
রেখে দিনু বিরহিত ধন ।
এসো সমীরণ আজ - হলো সারা সব কাজ
আকাশ খোল গো দ্বার খানি ,
ছায়াটি নিয়েছি সাথে - রাখিনাই তারি হাতে
সে যে আজ বড় অভিমানী !!
......... 7 . 5 . 2017 .....................................



তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।


তিনি গ্রাম্য চিকিৎসক হিসেবে বাকুঁড়া জেলার সকলের কাছে যেমন প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তেমনি কবিতা সৃষ্টির মাধ্যমে সকলের অজস্র ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তাঁর লেখা কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান” পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা পরবর্তীতে বই আকারে প্রকাশ করার তাঁর পরিকল্পনাও ছিলো,  (প্রকাশিত হবে)।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।  
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
আসুন,  আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর  প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।