দূর হোক সব তোমার মনের ভেদ
কবির হৃদয় মানবতা এক ধর্ম ,
তোমার জন্ম পথে থাক এক বাধক
তবেই হবেনা দালাল কবির জন্ম ।
আজকে তোমার সকল কবিতা গান
সে শুধুই দেখি কারো ইচ্ছার বাণী ,
আগামীতে তুমি অন্য কারো কথা
বাহবা পাবার জন্য লিখবে জানি !
আসলে তুমি সাহিত্যের এক দালাল ,
তোমার লেখায় , বিভেদ ছড়ানো কাজ !
মঞ্চের বাইরে দেখনি পৃথিবী কভু
দালালি করেই করছো আপন রাজ ।
জানতে চাইছো আমার কি পরিচয় ?
সনাতন আমি সমাজের এক মুখ ,
তাই সকল ধর্ম শ্রেষ্ঠ ধর্ম মানি
ন্যায় প্রতিষ্ঠায় দূরে রাখি নিজ সুখ ।
সৃষ্টি কখনো দয়ায় হয়না শ্রেষ্ঠ
স্বার্থের মোহে বেচনা আপন সত্তা ,
সৎ-সাহিত্যেই মাথা হোক শুধু নত
অকবি তুমি তোমার কবিতা মিথ্যা ।
কবিতায় শিখি মানবতা এক ধর্ম
কবিতায় শিখি সামাজিক ন্যায়-বোধ ,
কবিতায় শুনি জীবনের জয়োগান
কবিরা কখনো হয়নাই নির্বোধ ।
.............. 18 . 1 . 2018 ................
নিরক্ষর


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।  
তিনি গ্রাম্য চিকিৎসক হিসেবে বাকুঁড়া জেলার সকলের কাছে যেমন প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তেমনি কবিতা সৃষ্টির মাধ্যমে সকলের অজস্র ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তাঁর লেখা কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান” পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা পরবর্তীতে বই আকারে প্রকাশ করার তাঁর পরিকল্পনাও ছিলো,  (প্রকাশিত হবে)। সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে। আসুন,  আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর  প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।