আমি নিশ্চিত, ধ্বংসের পথে ধরা!
বিভেদ স্পষ্ট প্রতি পদে প্রতি জনে,
সত্য নীরব অসত্য ভেক ধারী
বিকৃত রূপ প্রকাশিত জনমনে!
কি নেই ধরায় সম্পদে হরাভরা
সাগর সম বিশাল মানব রূপ!
আকাশের মত নিশ্চিত দশদিক
অনাদির কোলে সহস্র স্বরূপ!
ধ্বংস লীলায় নির্বোধ নীতিকার
মূর্খ রাজার নীতিহীন রাজতন্ত্র!
শক্তির কাছে বিকায়েছে ধার্মিক
রাজকাজে দেখি বিধার্মিকের মন্ত্র।
ওদের স্বার্থে ব্যবহৃত জনগণ
মূর্খ দালাল এদের পথের পথিক,
কিছু শিক্ষিত দাঙ্গাবাজের দল
শাসনতন্ত্রে সব আজ বেগতিক।
মানি না আমি বিধার্মীকের কথা
অসত্য যত দিকে দিকে সব ওরা,
আমার কাছে সত্য শুধুই প্রকাশ
নির্মল ওই আকাশের চাঁদ তারা।
সূর্যই খাঁটি সত্য বিশ্বলোক
সাম্যে শক্তি ত্যাগেই মুক্তি পথ,
মানবতা বোধ সদা জাগ্রত থাক
প্রেম প্রীতি সাথে ছুটুক ধর্ম রথ।
নিশ্চিত জানি বিভেদেই মৃত আমি
দেখি রোজ পথে মিথ্যা প্রচারে সব,
অগণতন্ত্রে ইতিহাস মাটি চাপা
আরতি আজানে না থাকুক কলরব।


রচনাকা : ২০১৭-১৮


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।