আমার গাঁয়ের পথে নেব সাথে
লাগুক ধুলা শরীর জুড়ে আজ ,
পরাগ রেনু বৈরী সমীরণে -
তারেই রঙ্গে অরূপ হবে সাজ !
এমন হবে সরষে ক্ষেতের আলে
লুকিয়ে যাবো আলো-ছায়া সনে ,
হলুদ আভা সুপ্ত থাকে রাতে
যতই খুঁজুক জ্যোৎস্না মাঠের পানে !
না হয় সাঁঝে চাঁপার ছোট বনে
শুভ্র বিলয় প্রলিপ্ত নিরালায় ,
আঁধার এসে খুঁজবে একাই সাঁঝে
তোমার শুভ্র প্রকাশ হারা তায় !
দিনে কোথাও লুকিয়ে রবো দূরে
ঠিক অবেলায় নেব তোমায় সাথে ,
উদাস হওয়ায় হারিয়ে দিক ভুলে
তোমার সাথে একান্তে এক রাতে ।
............. 8 . 1 . 2018 ...................
তপন সৎপথী


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।