একান্তই


রোজই আসে মেঠো পথ ধরে
কাব্য অর্বাচীন!
মনের খেয়ালে ভরে তুলে পাতা
গন্তব্যের পথ বিলীন।
কত কথা কয় কি যে সব বলে
হয়ত বোঝে না নিজে,
আঁচড়ের শেষে প্রতিলিপি তার
মর্ম কথা খুঁজে!
দেখি তাতে থাকে বিদ্বেষ হীন
সাম্য বাদের বুলি,
কোন আঁচড়ের স্পর্শে রয়েছে
রক্তাক্ত পথ গলি!
কোন পাতাটি একাই নিভৃতে
প্রিয়ার পরশ মাখে!
কিছু পাতা কাঁদে বৈরী বাতাসে
কপোলে অশ্রু আঁকে!
কোন আঁচড়ের কোমল ছোঁয়ায়
দুমুঠো অন্ন মাগে,
শেষের কবিতা দিক হারা নাওয়ে
ঢেউ গুনে রাত জাগে!
দিবা নিশি চলে বিরামবিহীন
ক্লান্ত শরীরি খেলা,
ইচ্ছে ডানায় মেঘ গায়ে ঘুরে
হাজার কাব্য ভেলা।
বেদুইন তাই কোন বাধা নাই
বিশ্বকে নিজ মানি,
বাউলিয়া মন নাচে ক্ষণে ক্ষণে
একতারা টিরে আনি।
গভীর সাগরে খুলে দিলে পাল
ছুটে চলে নাও আমার!
আকাশের গায়ে স্বপ্নেরা খেলে
বাধাহীন ইচ্ছার।
এমনি করেই কোন একদিন
নির্জন কোনো খানে,
আমার কলম শেষ কথা কবে
নিভৃতে আমারই সনে!!


রচনাকাল ২০১৭-১৮