গতকাল ছিল বিশেষ খুশি বুদ্ধিজীবীর
ভোরের বেলা দূরের তারার মুচকি হাসি ,
ঠিক সকালে সূর্য এল নিজের মতই
সারাটাদিন শুনলো দু কান দেখলো খুশি ।
মঞ্চ সকল তৈরি ছিল প্রতি স্থানে
নারী পুরুষ বসেও সবাই মঞ্চ জুড়ে ,
পুরুষ দিলে সম অধিকার ভাষণ বাজি
পাওনা তাতে একটু আঁচল লাগল উড়ে ।
"নারী দিবস " বেতার বাণী , মঞ্চে আলো
দূরদর্শন , ফানুস ঢাকা রংবেরঙ্গে ,
সমাবেশে লাগল খানিক শরীর ছোঁয়া
নারী দিবস সফল পালিত পুরুষ সঙ্গে !
এর জন্যই স্বার্থক আজ পুরুষতন্ত্র ,
একজুট হও সফল নারী পুরুষ ছেড়ে ,
স্কুল কলেজে মাঠে ঘাটে যাও বেরিয়ে
দেখি কেমন অমানুষ সব আঁচল ছিড়ে !
তবুও সভায় ডাকো দেখি তাদের তুমি
কেউবা একটু অধিক দামি বউ পিটিয়ে ,
ডাকটি পেলে অনুষ্ঠানেই শরীর জুড়ায়
আলতো ছুঁয়ে হাসি মুখে হাত বাড়িয়ে ।
বাসায় ফেরা সমাজ পতির রঙ্গিন নেশা
মঞ্চ বিফল ধরায় নারীর স্বপ্ন হাসি !
মিষ্টি চাঁদের জ্যোৎস্না আলো কিছু মলিন
সব বিধানেই নারী পরাধীন পুরুষ খুশি ।
................ ৯/৩/২০১৮/ ....... নিরক্ষর .....


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।  বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। আপনারা সকলে আড়ালে থাকা সেই মানুষটিকে ক্ষমা করবেন।