গুরুকুল


নিস্তব্ধ রাত্রির পথ স্থাপত্যের মাঝে
কে গো তুমি বসাইলে রাখিলেই কেবা!
নিষ্ফলা জমিন হেথা ভঙ্গুর ভাষ্কর্য,
আদি পথ মধ্য যুগে ছড়ায়েছে শোভা।
সেই কবে কোন রাজা গড়িল নগর,
কোন পরিব্রাজকের চরণের ধূলি,
রাখিয়া মস্তক পরে পথ চলা শুরু
দিব্য জ্ঞানে চক্ষু দু’টি গেল শেষে খুলি।
তার পর কত কাল নগরের পথে,
জ্ঞানলোকে উন্মিলিত সর্ব শ্রেষ্ঠ জ্ঞান -
ছড়ায়েছে ধরিত্রীর অসীম মাঝারে -
দিকে দিকে বিদ্যামন্দির বাড়াইল মান!
আজ আর কোনো দাবি করিব না আমি,
গুরুকুল চরণেতে শেষ ভিক্ষা রাখি,
শিক্ষার আলোকে আলোকিত কর ধরা
বিশ্বচরাচরে যেন মানবতা দেখি।
অমূল্য শিক্ষার আলোয় বিদ্যার্থী মন,
গুরুর চরণ ছুঁয়ে করহ শপথ,
তাঁর অসীম জ্ঞানের ক্ষুদ্র এক কণা
দিকভ্রষ্ট মানবতা খুঁজে নিক পথ!
সর্বশেষ আশাখানি রাখিনু চরণে
হে মহান গুরুকুল দাও চক্ষু খুলি,
শিক্ষার আলোকে দেখি মঙ্গল ধরণী
জাত ধর্ম ভেদাভেদ যাই সব ভুলি।
মিথ্যা মোহ তুচ্ছ জ্ঞান বৃথা আস্ফালন
ওরে মূঢ় থাক ভুলি নিজ স্বার্থ খানি,
আগামী প্রজন্ম হোক জ্ঞানের পূজারী
নিষ্পাপ ধরায় এসো গুরুজনে মানি।


রচনাকা : ২০১৭-১৮