হেঁটে চলি রোজ


আদিমের সাথে পথ হাটি রোজ
নবীনের ডাক শুনি,
অনন্ত কাল এই ধরাধামে
মৃত্যু প্রহর গুনি!
পাশ ফিরে চাই সভ্য সমাজে
মোহের আঁখি দেখি!
শান্ত অবনী নীরব একাকী
শূন্যে উদাস আঁখি।
ওই শোনো দূরে নীলিমার পরে
প্রলয় পদধ্বনি,
সভ্যতা হেরী কল্পনা লোকে
নিশ্চুপ জ্ঞানী গুণী!
বিভীষিকা ভরা কালের কপোলে
সজীবের আহ্বান,
এসো হে নবীন এসো হে প্রবীণ
এসো সৎ বিদ্বান।
দু-নয়ন মেলে দেখো দেখি চেয়ে
দেখতে পাওনা কিছু,
শান্ত ধরার আকাশে বাতাসে
আদিমতা আসে পিছু!
দাও তুমি আজ ফিরায়ে আমায়
মাটি-চাপা গাঁ-শহর,
পরম সুখেতে রব চোখ বুজে
সেইতো সুখের ঘর।


রচনাকাল: ২০১৭-১৮