লোভ-ক্রোধ-মিথ্যা-মোহ কর পরিহার
সত্যের সন্ধানে মন কর সমর্পণ ,
ভয় যাক দূরে সরে জীবন্ত দেবীর
না-থাক জগৎ মাঝে চরিত্র হনন ।
কিবা সুখ পায় মন হয় সর্বশান্ত
অশান্ত নিজেরে কর কামনার মোহে ,
উন্মত্ত আবেশ গায়ে ধাও দিকে দিকে
স্বর্গীয় সুখানুভূতি থাক প্রতি দেহে !
অনন্ত আকাশে রবে চিত্রলেখা মেঘ ,
উষ্ণ সমীরণে দেহ খেলুক নির্জনে ,
বেলা অবেলায় মিশে একান্তে নিভৃতে
যুগে যুগে বেঁচে থাক বদ্ধ আলিঙ্গনে ।
নর নারায়ণ তুমি একি তব রূপ !
পথে প্রান্তে দেবীগণ কাঁদে ব্যভিচারে ,
মিথ্যার অভিশাপ নহে , তোমার সৃষ্টি ,
নীরব জননী ভীত শত অত্যাচারে !
তোমার উন্মুক্ত কাম মিথ্যা এ ভাবনা ,
মস্তিকে পশুত্ব খেলে তাই উদ্বেলিত ,
মনুর ভাবনা লোপ মৃত মনুসত্য
প্রকাশ্যে রচিছ নিজে হয়ে বিগলিত !
কেমন নরেরে তুমি পাঠালে ভুবনে
কাম ক্রোধ পারেনাই রুখিতে আপনি ,
পথপরে নগ্ন আত্মা পৈশাচিক রূপ
সম্ভ্রম লুণ্ঠিত আজ দিকে দিকে শুনি ।
গ্রহান্তর কর তবে বোধ হীন গনে ,
জ্ঞানের ভুবনে যারা আজও নির্বোধ ,
নব সৃষ্টি জন্মনেবে শরীরি উত্তাপে
বিভাজন হবে তবে নির্বোধ-সুবোধ ।
কল্পনায় থাক মন প্রকাশি নিজেরে ,
কঠিন সত্যের সাথে যাবো বহুদূর ,
বৃথা ক্ষনিকের সুখ রচে সর্বনাশ ,
প্রেমের বন্ধনে সুখ হোক সুমধুর ।
......... 22 . 5 . 2017 ...................


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। তিনি গ্রাম্য চিকিৎসক হিসেবে বাকুঁড়া জেলার সকলের কাছে যেমন প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তেমনি কবিতা সৃষ্টির মাধ্যমে সকলের অজস্র ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তাঁর লেখা কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান” পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা পরবর্তীতে বই আকারে প্রকাশ করার তাঁর পরিকল্পনাও ছিলো,  (প্রকাশিত হবে)।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।  
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
আসুন,  আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর  প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।