ফাল্গুনী কুহুকের বেড়েছে বয়স
বেশ বুঝি আজ , পৃথিবীর জাত গেছে
কামনার অন্ধ রোষানলে -
গালিচার ভাঁজের আড়ালে ।
নীরব আঁধার শুধু বাস্তবের উঁচু নিচু পথে
তবুও তারই সাথে পথ চলা কথা বলা !
আমিতো ফকির এক জ্যান্ত যাযাবর
তোমার জীবিত পথে ঘুমন্ত ঈশ্বর !
সময়ের কাছে শুধু ঋণী আমি আজ-
আমার সমস্ত কাজ ।
তবুও মাঠের আলে কচি ঘাসে গন্ধ মাখি
বসন্ত ফাগুন দিনে পলাশের রং চেয়ে দেখি ।
................ ৫/৩/২০১৮/ ............ নিরক্ষর ....


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। আপনারা সকলে আড়ালে থাকা সেই মানুষটিকে ক্ষমা করবেন।