নীল কুয়াশায় তোমার চোখে -
বনলতার অবিলতা ,
হারিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা -
কুচো কুচো সোনা রোদের- খেলায় ।
আমার দৃষ্টির পঙ্কিলতা -
ঝিনুকের নির্নিমেষ ক্লান্তি বিহ্বলতা ,
অবিশ্বাসী স্বস্নিগ্ধ বকচ্ছপ ভাবনা-
গ্রাস করে আমায় ।
কামনা-পূতিগন্ধের মোহময় আবেশ
ছিন্ন কর তুমি !
তোমার ভালোবাসা পর্নমোচীর
পাতা নয়তো ?
পাহাড়ীমেয়ের আবেগ-উচ্ছ্বাস -
দেহের প্রতিটি খাঁজ ,
সাঁওতাল মেয়ের মহুয়ার গন্ধ,
হারিয়ে যায় লিপস্টিক-রুজ-আরবি সেন্টে।
নীল কুয়াশায় ঝাপসা হয়ে নগ্ন হয় বাস্তব ,
শকুন চোখ তাকিয়ে থাকে -
লোলুপ দৃষ্টিতে !