মহান একুশ


বাংলার ঘরে বেঁচে আজও "বরকত""শফিউর" ,
পৃথিবীর পথে অলিতে গলিতে বাংলা ভাষার সুর ।
বাংলার বীর"রফিক"-"শফিক"জাগ্রত প্রতিঘরে ,
শান্ত ভাষায় কথা বলি সব এই উপকূল ধারে ।
"সালাম" নিও হাজার প্রণাম এই বাংলার থেকে ,
"জব্বার"দেখো গর্বে ওই বাংলায় মাকে ডাকে !
এই ভাষারই জন্য সেদিন অকাতরে দিলে প্রাণ ,
আজও সব রুখে দেব শুধু বাঁচাতে ভাষার মান
আমার ভাষা বাংলা ভাষা গর্বের সাথে বলি -
এই ভাষাতেই সাগরের জলে পর্বতে কথা বলি ,
এই ভাষাতেই পৃথিবীর ঘরে শান্তির বাণী বয় -
এই ভাষাতেই বাইবেল-বেদ-কুরানের কথা কয় !
এই ভাষাতেই আল্লা কে ডাকি ঈশ্বর খুঁজে পাই -
এই ভাষাকেই বুকে তে ধরে শান্তিতে আছি ভাই ,
এই ভাষাতেই গাছ-ফুল-পাখি থাকে আমাদের সাথে -
সূর্যকে ভোরে বাংলায় ডাকি চাঁদ আসে হেসে রাতে !
গর্বকরে একসাথে থাকি মিলেমিশে একাসনে -
রণাঙ্গনে যেতে প্রস্তুত আজও ভাষার টানে !
লাখো সম্মান দিয়েছে এ ভাষা দুনিয়ার ঘরে ঘরে ,
মহান একুশ অঞ্জলি দিলাম আমার দুহাত ভরে ।
প্রণাম-সালাম হাজার দোয়া লাখো শুভেচ্ছা ভরে-
হাতে হাত রেখে আছি সব দেখো তোমার চরণ পরে !
ফেব্রুয়ারির মহান একুশ হৃদয়ের মাঝে থাকো ,
মহান বাঙালি পৃথিবীর বুকে বাংলায় মাকে ডাকো !
বল বাঙালি বাংলার জয় বাংলা ভাষার জয় -
যুগ যুগ ধরে বিশ্বের ঘরে এ ভাষার হোক জয় ।


রচনাকাল : ২১ ফেব্রুয়ারি,২০১৮।