মহাসিন্ধুর পারে


লুকিয়ে যাবো মহাসিন্ধুর পারে
ওই খানেতেই স্বচ্ছ সকল কিছু
থাকবো না আর মিথ্যা মোহে বেঁচে
যাবার বেলা কেউ ডেকো না পিছু॥
অদ্ভুত এক নীরব সুখের স্থান
ওইখানেতেই জন্মে প্রথম জীব
সীমান্ত নেই অসীম সাগর জুড়ে
নেই সেখানে কোন কিছু উদগ্রীব॥
জীবন আছে সজীব সবুজ বেশ
শান্ত মনে শেওলা প্রবাল ভিজে
নিশ্চিন্তেই থাকতে পারো সব
নীলসাগরে নিই ঠিকানা খুঁজে॥
সকাল হলে কূলের কাছে এসে
দেখবো বসে জলে ঢেউয়ের খেলা
এমনি করে মহাসিন্ধুর পারে
সাঁঝের বেলা বসবে তারার মেলা॥
চাঁদের আলো পড়বে ঝরে জলে
ঢেউয়েই মিশে হবে একাকার
সিন্ধুপারের রাত্রি বাসর সাজ
আঁচল ঢেকে জ্যোৎস্না হবে পার॥
দিনে উড়ে আসবে গাঙের চিল
হারিয়ে যাবে দূরে অনেক দূরে
দেখুক সবে শান্তিতে বেশ আছি
দিন রাত্রি মহাসিন্ধুর পারে॥


রচনাকাল: ২০১৭-১৮