মন হারিয়ে


সারাদিনের ক্লান্ত রোদ ওই যায় দক্ষিণে
ঠিক অবেলায় বাঁশ বাগানের পিছন পথে
একটু পরেই উড়িয়ে আঁচল নামবে সাঁঝ
জোৎস্না আলো খেলবে রাতে চাঁদের সাথে॥
আজকে বিকাল কেমন যেন অধিক উদাস
মন উতলা করছে ভীষণ ঘরেই আমার
বেরিয়ে গেলাম তাই অবেলায় দূরের গাঁয়
হয়ত যদি পাই গো দেখা আজকে তোমার॥
এমনি বেলায় আসতে তুমি নদীর ঘাটে
সারাদিনের কাজের শেষেও খুশি মনে
সমীরণে উড়িয়ে আঁচল আসতে পথে
ঘাটের কাছে পৌঁছে যেতাম নাওয়ের সনে॥
খানিক পরে অনেক খানি আলগা হয়ে
গা ভাসিয়ে খেলতে তুমি নদীর জলে
আমার নাওয়ে কুলের কাছে আনমনে তে
রোজ দেখতাম দু’চোখ জুড়ে কাজের ছলে॥
হয়ত তুমি হাসতে দেখে আপন মনেই
আমি বুঝতাম না দেখার ওই ভানটি দেখে
অস্থির মন গোধূলি রঙ্গে করতো উদাস
দিনেই ভাবি আজকে তোমায় বলবো ডেকে॥
এমনি করে উদাস বিকাল আসতো রোজ
ঘাটের কাছে কাজ অছিলায় অপেক্ষায়
সেদিনের পর আর এলে না উড়িয়ে আঁচল
আমার দু’চোখ চেয়ে আজও প্রতীক্ষায়॥
ধীরে ধীরে সাঁঝ তারাটি ডাকে আমায়
খানিক পরে জ্যোত্স্না আলো ছড়ায় মাঠে
তোমার গাঁয়ের শাঁখের শব্দ আসে ভেসে
ফিরে আসি নৌকা আমার রেখে ঘাটে॥
সবই আছে আগের মত আজও আমার
উদাস বিকাল গোধূলি আভা কাশের বন
আজও রাখি নদীর ঘাটে ছোট্ট নাও
হারিয়ে শুধু গেছে আমার উদাস মন!!


রচনাকাল : ২০১৭-১৮