জরতী ধরিত্রী মাঝে অভ্রাতৃক সব ,
অমতি বিলাসে আজ জয়োন্মত গণ
অকল্যানে অকৃতজ্ঞ লোকে জনগণ
আলেখ্যদর্শন হৃদে মূর্ত কলরব !
মুরুব্বি মুরিদ চুপ আপন উচ্ছেদে ,
যাজ্ঞিক ধর্মের গুরু নিজ স্বার্থে মজে
যাযাবর জনগণ ঈশ্বরের খোঁজে
পথভ্রষ্ট ধর্ম বৃষ প্রফুল্য বিচ্ছেদে !


মনুষ্য দেখিনি আজো চতুষ্পদে ধায় !
হস্তী সম শারীরিক মানব দেহজ !
দেখেছি পশুর ন্যায় নির্বোধ মগজ
দক্ষিণ পশ্চিম পূর্ব উত্তরের গায় ।
মুসাফির ফকিরের শত্রু নাহি হয়
জনগণ মৃতপ্রায় বর্তমান কয় !!
............... 12 . 9 . 2017 ................


কবি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা আগামী বইমেলায় প্রকাশ করার পরিকল্পনাও ছিলো।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই তিনি কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো প্রকাশ করে যাচ্ছেন।  কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে কবির প্রতি সকলের ভালোবাসা ও সম্মান প্রত্যাশা করি।


নাম প্রকাশে অনিচ্ছুক।
সকলে ক্ষমা করবেন।