নিরুদ্দেশ যাত্রা
তপন সৎপথী
নিবিড় অরণ্য পথে চলি একা রোজ
তৃষাতুর চাতকের ডাক শুনি পথে ,
উলঙ্গ সুখের মোহ ফুরাইবে জানি
নিরুদ্দেশ যাত্রা পথ আছি একা রথে !
ফুরাইল পথে আজ বসন্তের বেলা ,
নিদ্রাহীন রাত্রি রব কাল পেঁচা দলে ,
অদৃষ্টের পরিহাস নিমিত্তের সব -
আকাঙ্ক্ষা কাঙ্খিত ফল ,কল্পিত হিল্লোলে !
কত বার ভাবিয়াছি দিব জলাঞ্জলি ,
বৃথা আশ আজিকার প্রয়োজন হীন !
আলো আঁধারিত পথ নিমিত্তের যাত্রী -
তুমি রাজা আমি প্রজা বৃহত্বের ঋণ !
চলে দিন ভাবনায় জীবন মরণ
সময় করিবে ঠিক সবারে হরণ