রাম রহিমের রক্ত চুষেই -
রাজতন্ত্রের বল
সস্তা বোধে অচল সমাজ -
মূর্খ সৈন্য দল ,
দেশ আর জাতি ধ্বংস হচ্ছে -
স্বল্প শিক্ষা জ্ঞানে ,
ধর্ম সেতো শক্তি যোগায় -
থাকুক আপন মনে ।
পথে তুমি আনছ বৃথাই
আল্লাহ -ভগবান -
বুদ্ধিবিহীন কুসংস্কার ,
শিক্ষায় সম্মান ,
সত্যিকারের সৎ শিক্ষায় -
মানবতার বোধ ,
অপশিক্ষায় ভরছে দিকে -
মূর্খ আর নির্বোধ ,
নিশ্চিত হয়ে বলছি আমি
শিক্ষাই শেষ কথা
বিদ্যা দানে নৈরাজ্যেই -
ঘুরছে দেশের মাথা ,
সংরক্ষণে ধ্বংস মেধা -
বুদ্ধি নিথর পথে ,
মরছে রুগী ভাংছে সেতু -
স্বল্প মেধা হাতে ।
এই সবেতেই সমাজ ঘরে -
অসাম্যের ঝড় ,
মন্দির আর মসজিদ ভাঙ্গে -
পুড়ায় চালের খড় ।
৪ /৪ /১৮ নিরক্ষর


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ অক্টোবর, ২০১৮ না ফেরার দেশে চলে যান। তিনি বাকুঁড়ার সকলের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তার সাহিত্য ও সেবার মাধ্যমে।
তাঁর দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান”। ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।