* নৌকা * -
নৌকা তোমায় দিলাম আমি খুলে-
যেথায় খুশি যাওনা ভেসে আজ ,
ডাকবো না আর কোন দিনও আমি
নদীর চরে থাকবে না আর কাজ ।
চলতে তুমি পারছো না তো আর
রূপেও তুমি নেইকো আশে পাশে ,
আমার কষ্টে তোমার কষ্ট বাড়ে
অন্যরা সব ভাসে জলে হেসে ।
ভাগ্য আমার সাথেই ছিল জানি
যখন তুমি দিতে আমার সাথ ,
বাবার হাতে তৈরী হয়ে এসে
আমার পানে বাড়িয়েছিলে হাত ।
জন্ম-মৃত্যু দেখলে কত চেয়ে
নদীর পাশে দাঁড়িয়ে থেকে ভেসে ,
নূতন বৌ চাপলে তোমার কোলে
খেই হারাতে জলেই হেসে হেসে ।
গাঁয়ের ছেলে চাকরি থেকে এলে
আনন্দতে ভরত তোমার চোখ ,
কত খবর বলতো তোমায় চড়ে
শুনতো বসে তোমার উপর লোক ।
কত রোগীর ওষুধ নিয়ে তুমি
ছুটেছো কত ঝড় বাদলের রাতে ,
জন্ম নিলে ছোট্ট শিশু নিয়ে
আসতে জলে ধীরে মায়ের সাথে ।
রাখি তোমায় আজকে কোথায় বলো
বাদল দিনে কেউ যদি বা খুঁজে ,
আগুন দেব দাওনা কটা কাঠ
অশ্রুজলে নয়ন যাবে ভিজে ।
কেউবা যদি বলে একটি বার
দাওনা চড়ি দেওয়াল পরে আনি ,
রং-ধরাব নূতন বড় ঘরে
নাগাল পাবার জন্য একটু খানি !
দিলাম যখন বাঁধন খানা খুলে
দাড়িয়ে তুমি রইছ কেন একা !
যাও চলে আজ যেদিক দু -চোখ চায়
আমার হৃদয় হোক না যত ফাঁকা !
ভুলবো না ভাই তোমার দানের কথা
মাঝির ঘরে থাকবে হৃদয় মাঝে !
বুড়ো মাঝি রইল তোমায় চেয়ে
যাও তুমি আজ গহীন সাগর খুঁজে ।
.................. ............ ...............
22/12/2017


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।