নগ্ন পায়ে হাঁটতে পারি হাজার মাইল পথ ,
শক্ত হাতে করবো আদায় ন্যায্য অধিকার ,
একটি ডাকে বইয়ে দেব আন্দোলনের ঝড় -
আমার রক্তে বিপ্লব হবে আমার অহংকার ।
সঠিক আইন সুস্থ নিয়ম গণতান্ত্রিক পথ ,
জনহিতে ছলচাতুরি মূর্খ রাজার কাজ ,
আমি কৃষক আমি শ্রমিক আমিই আন্দোলন
আমার ডাকেই পায়ে হেটে বিপ্লব শুরু আজ ।
গুড়িয়ে দেব এবার আমি অসাম্য সব নীতি ,
মানবোনা আর গণতন্ত্রে মূর্খ আস্ফালন ,
ধ্বংস করে দেব রাজার মিথ্যা অহংকার
শুরুর পথে গ্রাম শহরে আমার আন্দোলন ।
বিধান আমার সবখানে তে অহিংস বিপ্লব
শহর নগর গ্রাম গলিতে আমার বাসস্থান ,
স্বার্থ বিহীন চালাও এবার সঠিক রাজ্য দেশ
নইলে তোমায় বুঝিয়ে দেব আমার অবস্থান ।
১ / ৫ / ১৮ তপন সৎপথী ।



তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।