ছুঁয়ে যায় সব ফুল তোমার বাগানে ,
ওরা তো জানেনা কিছু !জেগে আছি ঘ্রানে -
সেই দিন হতে ,
যেদিন প্রথম বীজ অঙ্কুরিত হয়ে -
মেলিল কোমল পত্র ,আমার উঠানে -
তোমার না বলা কথার সনে ।
তার পর ঋতুচক্রে বিবর্তন দেখি ,
কালের নিয়মে খেলে তরঙ্গ শরীরে ,
পুষ্প আর পল্লবেতে বিনিদ্র রজনী -
উষ্ণ ঘ্রাণ উৎকণ্ঠায় নীরব অন্তরে ।
বর্ণাতীত সৌন্দর্যের উচ্ছল সৌরভ !
ধীর লয়ে পরাগের অদ্ভুত মিলন !
জন্ম নেয় শান্তি স্থলে অশান্ত অঙ্কুর
নিমিত্তে দুর্বার স্রোত অকাল বোধন ।
................ 24 . 2 . 2018 ..............


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ অক্টোবর, ২০১৮ না ফেরার দেশে চলে যান। তিনি বাকুঁড়ার সকলের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তার সাহিত্য ও সেবার মাধ্যমে। তাঁর দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান”। ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন। বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।