ওরা শুয়ে থাকে কুয়াশা চাদর গায় -
ওরা শুয়ে থাকে ফুট পাতে শীত রাতে ,
ওরা শুয়ে থাকে পৃথিবীর ঘুম চোখে -
অলস শরীর কালো পিচঢালা পথে !
আমি দেখি রোজ রাত্রি ঘনায় কালো
উননের ধুঁয়া কুয়াশায় মাখামাখি ,
রাত ঝলমল নির্মেদ সংসারী -
শহুরে শিয়াল মাঝে মাঝে ডাকে দেখি ।
ওরা শুয়ে থাকে সারারাত দু পা মুড়ে
হাত বেঁধে রাখে গভীর পেটের তলে ,
খাঁজ কাটা দেহে কালো পাথরের দাগ
কিছু ঘুম চোখ ,পাহারায় ঘুম ভুলে !
ওরা শুয়ে থাকে শিশু কোলে বুক খুলে ,
কালো রাত তাই স্পষ্ট দেখিনা চোখে ,
দুধ ঝরে পড়ে আমার মায়ের মতো -
শব্দ শোনায় , স্তন পান শিশু মুখে ।
ওরা শুয়ে রবে এমনি পথের ধারে
কর্মের জীবন ওই পথ ধরে রোজ ,
জাগুক বিশ্ব একটু আশায় বাঁচি
মানবতা নিক ওদের একটু খোঁজ ।
.............. 16 . 1 . 2018 .................
নিরক্ষর


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।