অবর উল্লাসে আজি অবিজ্ঞ সরব ,
অস্তিত্বে অধিষ্ঠ শ্রেষ্ঠ মানব কিতব ,
অর্থোদ্ভেদ করে বিত্ত অশিষ্ট জান্তব
উত্থিত কলম ঋতি অনন্ত‍্য নীরব !
গূঢ়ৈষণা উদীক্ষণ লোকেনা উদাত্ত ,
সৃষ্টিতে সকল শ্রেষ্ঠ দেখহ চাহিয়া ,
মহর্ষি মানব অগ্রে , আলোকিত- হিয়া ,
নিজ ভাবি রাখে নাই কদাপি নিমিত্ত ।


অনাদি অস্থির দৃশ্য নীরব অনন্তে !
জীবন সুযোগ খুঁজে বৈরাগ্য অস্থৈর্য ,
ভুতলে পতিত রবে আপন সাম্রাজ্য -
বর্তমান বিশৃঙ্খল ,ইতি সজাগন্তে !
সাম্যতে বৈষম্য নাশ ধর্মতে বিধর্ম
আখেজ রহিবে তবু  শ্রেষ্ঠ হিত কর্ম ।


২৯-৭-২০১৭


কবি তপন সৎপথী এখন স্বর্গবাসী