একটি রাতের রাজা হব আমি
দিনের বেলায় যেমন থাকি তাই,
রাত টুকু তো অল্প খানেক ক্ষণ
সে রাতেতে সবেই আমার চাই!
সৈন্য রবে রাজ্য খানি ঘিরে
মন্ত্রী নায়েব সবাই রবে ত্রস্ত,
আদেশ টুকু পাবার আশায় সব
ধরবে কিংবা রাখবে সকল অস্ত্র।
অনেক বড় রাজমহলে আমি
ইচ্ছে মত থাকবো সেদিন রাতে,
রানীর মহল থাক না দূরে - কাছে
রাত কাটাব শখের বাঈজী সাথে!
ঘোড়া শালে থাকবে অনেক ঘোড়া
হাতি গুলো রইবে শিকল পায়ে,
উটের পিঠে পাহারা দার সেনা
সজাগ চোখে রইবে মহল চেয়ে।
দিন কাটবে নিত্য কাজে কাজে
আসবে সাঁঝ জোৎস্না খুঁজে মাঠে,
আমিও তখন ফিরব হাটের থেকে
দূরের গাঁয়ে সূর্য গেলেই পাটে।
ঘরে ফিরেই ক্লান্ত আমার চোখ
মুদবে আঁখি সাঁঝের কিছু পরে,
রানী দাসী আসবে একে একে
রাজার সাজে সাজব ভাঙ্গা ঘরে!
সিংহাসনে বসবো কিছুক্ষণ
আদেশ দেব একটু গভীর রাতে,
লখনৌ থেকে আনলে যারে আজ
সারা রাতটি থাকবো তারেই সাথে!
হয়তো কথা বলবে আপন লোক
যে যার মত একটু আড়াল করে,
খোলা জানলায় বাতাস এলে তুমি
উঠনা কিন্তু ধরপড়িয়ে ভোরে।
লজ্জা হবে দেখলে তোমায় রাতে
বাঈজী যে গো থাকবে আমার সনে!
হয়তো তখন মত্ত উদাস বসে
কি জানি কি আঘাত পাবে মনে।