শান্ত অবনী


আমার আছে অসীম ধরাতল
আমার ঠিকানা বিশ্বের প্রতি দেশ,
আমারই সকল সপ্তসিন্ধু বারি
রাজা আমি এই তো আছি বেশ।
আমার আছে শুদ্ধ চিন্তা ধারা
আমার মনে মুক্ত মনের ভাব,
আমার কাছে সবেই নিজের মত
সদা নম্রতা আমার আপন স্বভাব।
আমার শক্তি তোমার আশীর্বাদ
আমার ভক্তি সকল মানব ধর্মে,
আমার সবেই বিশ্ব মায়ের দান
অধিকার শুধু আমার মহৎ কর্মে।
আমার আছে ছোট্ট দুটি হাত
আমার হাতে তাদের কথা লিখি,
আমার লেখা নিপীড়িত দের তরে
পরমানন্দে সকল স্থানেই থাকি।
আমার বিলাস অন্তহীন এক ক্ষণ
আমার সুখ অন্যের সুখে সুখী,
আমার শান্তি মুক্তির ধরাতল
মহানুভবের চরণ বক্ষে রাখি।
তোমাদের থাক ধন দৌলত সব
আমার কাছে বৃথা দৌলত খানি,
আমি বেদুইন মুসাফির আমি পথে
তবুও তোমরা আপন আমার মানি।
দুস্থ চলুক হাত ধরে পথে ঘাটে
শিশুরা খেলুক শান্তির ধরা তলে,
আমার মায়েরা নিশ্চিন্তেই থাক
মানব থাকুক শান্ত অবনী কোলে।


রচনাকাল: ২০১৭-১৮