জীবন বিভোর স্তব লম্বা পথে চঞ্চল আলেয়া !
কর্তব্য হারায়ে বোধ আপন উদ্দেশ্যে উন্মাদ -
বিফল পথের প্রান্তে শেষ চিহ্ন ছিন্নভিন্ন শব ,
বেলাশেষে সূর্যাস্তের পশ্চিমীর নির্মম প্রমাদ !
শাল পিয়ালের বন উজ্জ্বল উরুতে উপস্থিত ,
অন্ধকারে মালভুমি অবলা হীরক রমণীর ,
পাথুরে স্ফটিক রূপ কালো হয়ে অস্তিত্ব হারায়-
সন্ধ্যা নামে নিজ ছায়া হারায় গোপনে বিদুষির ।
ধীর লয়ে সমতলে নেমে আসে পরকীয়া বেলা
স্তনের বোঁটার মত উঁচুনিচু পাহাড়ের খাঁজে !
আলো আঁধারের সাথে মাটি গর্ভে উন্মত্ত উন্মাদ -
গতরে আগুন লাগে রোদে পুড়ে নীরবের মাঝে ।
ভয় হয় ছায়া খুঁজি আছেতো আমার মত ঠিক !
পরকীয়া প্রেম মাঝে হারায় উদাস প্রান্তর ,
নিজভূমে আছে বেশ ঘামে ভিজে রোমান সম্রাট
নির্বোধ বোধের সাথে কচি মনে ফারাক বিস্তর।
২৩ / ৫ / ১৮ তপন সৎপথী ।



তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।