গোপনে গুটিয়ে আছি পৃথিবীর কোলে
শামুকের খোলেই - জীবনদর্শন !
সিরিয়ায় শান্ত শিশু লাশকাটা ঘরে
কেটে কুটে দেখি সব তাদের অন্তরে
বিদ্বেষের বিষ বাষ্প , আছে কি কোথাও !
আমার সমস্ত মন জুড়ে -
অভাগীর আর্ত চিৎকার
পরখ করেছি শুধু লজ্জাবতী মুখ
অসম্ভব দুখ্ !
হায় ঈশ্ব ! তুমিও বিভাজিত আজ ,
বাইবেল গীতায় লাজ - কোরআন পাতায় !
মুক্তি চাই - মুক্তি চাই - মুক্তি চাই ।
সমাজের আস্তাকুড়ে সব কিছু করি নিক্ষেপ
যেন কোনো না থাকে আক্ষেপ -
আমার তোমার ।
ঔদ্ধত্য মানুষ মাঝে চলো চলি খুঁজে
কিছুতো আছেই বেঁচে
প্রাচ্য আর পাশ্চাত্যের অধর্মের কাছে ।
২/৩/২০১৮ ............... নিরক্ষর ................


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।
১৩ আগষ্ট, ২০১৮ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ অক্টোবর, ২০১৮ না ফেরার দেশে চলে যান। তিনি বাকুঁড়ার সকলের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তার সাহিত্য ও সেবার মাধ্যমে। তাঁর দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান”। ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন। বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।