দীনহীন আমি , মোহের কাঙ্গাল তুমি ,
অনিকেত আমি তোমারই বিশ্বলোকে !
মিথ্যা যতেক ভাবনায় মিশে সকল
শিশু আমি কেবল সৃষ্টির জ্ঞানালোকে ।
শীতল সবুজ গহীন অরণ্যে ভরা
উদাসী বাতাস , দিগন্তের খোলা মাঠ ,
কতশত নামে নদী নালা খাল বিল
হাজার যোজন সুদুরের পথ ঘাট !
গরিব তুমি , শুধু প্রাপ্তির কথা ভাব
হাজার মোহতে দিবানিশি জ্ঞানহীন ,
আগামীর পথ শুধু মানি সৎপথ
পথেঘাটে তাই নই আমি পরাধীন ।
অসীম আকাশ পৃথিবীর খোলা দ্বার
পাড়ি দেয় দিকে ভাবনায় ভরা চোখ ,
আমার ঠিকানা সীমানা বিহীন দেখি
তোমার দুয়ারে দায়হীন কিছু লোক !
রোদ মাখি রোজ দিবসের মেঠো আলে
গোধূলি আলোয় পরিযায়ী মন ভাসে ,
আমার দুয়ারে সাঁঝ আসে খুশি খুশি
প্রদোষ রজনী চাঁদ খেলে তারা হাসে ।
11/1/2018



তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।