তোমার লেখায় বেঁচে রবো চিরদিন
তোমার ছন্দে হৃদয়ে জাগায় সুর -
তোমার কবিতা আমরাই কথা লেখা
দু’জনার আজ ব্যবধান বহুদূর!
তোমার কাব্যে জীবনের জয় গান
তোমার রচনা অনাবিল সুখ আঁকে,
তোমার সৃষ্টি তোমার হৃদয় বাণী
গোপন কথায় কবিতারা ছুঁয়ে থাকে।
আমি অনন্ত আদিম নবীন প্রেম
আমি প্রকাশিত তোমার মুক্তছন্দে -
অনাবিল সুখে আমি ভূমি জল বায়ু
যুগে যুগে আছি আচেনায় ভালমন্দে!
এসো ছায়া তলে কিংবা রোদের গায়,
আজও আমি তোমারই চেনা লোক!
আমার জন্য লিখেছো হাজার কাব্য -
জীবনে মরণে কবিতায় কথা হোক।
অক্ষরে জাগি চিহ্নে চরণ চুমি!
রচনায় থাকি অনন্তভাবে বসে,
তোমার লেখার প্রতিটি গল্প গায়
সুখ সুবাসে নিখিলের মাঝে ভেসে।
যে সুবাস খানি উতলা করতো হিয়া
যার পরশে শরীর জাগত নিজে,
সেই চেনা সুরে অচিনের গ্রহ তারা
প্রকাশিত হতো আকাশ জুড়ে সাঁঝে।
যুগে যুগে রবো কাব্যের মাঝে বেঁচে
নদী নালা বয়ে না হয় মরুর প্রান্তে!
আমি অক্ষর আমিই ছন্দরূপ
প্রকাশিত সুখ তোমার কাব্য গ্রন্থে!