উন্মুক্ত আষাঢ়


উড়িল চণ্ডাল মেঘ ঘুমেরই কাল সরোবরে
নীরব আঁধার পিছে কালো অন্ধকারে ।
উন্মুক্ত আষাঢ় এসে ঢেকে দিল পাহাড়ের কোল
সহস্র বছর শেষে উঠিল খুশির রোল -
দে দোল দে দোল ।
অন্ধ ঢেঁকির মাথা ঝুমুরের তালে তালে নাচে
নিমাই সন্ন্যাস আজ মায়াভরা সংসারের পিছে ।
এসো গো আষাঢ় মেঘ আমাদের দখিনের মাঠে -
আল খানি ধুয়ে দাও , সবুজ হাসুক নব ঠোঁটে !
তার পর সিক্ত সাজে মাঠ ঘাট অচিন অন্তর -
কাশের মঞ্জরী মাঝে চারিদিকে সফেদ প্রান্তর ।
ভিজাও ভিজুক আরো গ্রীসের প্রাচীন বনরাজি,
এমন আষাঢ় মেঘে আমিও একটু আজ ভিজি ।


13 / 7 / 18 তপন সৎপথী


(তপন সৎপথী এখন স্বর্গবাসী)