আমি দেখি রোজ উৎসুক কিছু মুখ -
আমি দেখি রোজ মানবতা নিস্প্রান -
আমি দেখি রোজ আঁচল লুটায় পথে -
আমার দুচোখ দিশাহারা ম্রিয়মান !


প্রতি দিন চলে আড় চোখে কালীঘাট ,
শহরের রাত নিয়ণ আলোয় হাঁটে ,
উপসংহারে পৃথিবী নিজেই একা -
সময় উৎসুক চেয়ে থাকে খোলা পিঠে !


ওই ঘরে আছে আমারই কোন মা
না হয় বোনেরা লুটায় লজ্জা দিন !
বিকৃত কাম লালসায় দিশাহারা -
জাগতিক আলো নিষ্প্রভ অতি ক্ষীণ !


ওরা চুপ চাপ পৃথিবীর পথে ঘাটে ,
সভ্য সমাজে বহুতল বাড়ি পাশে,
দেখেনা দু-চোখ কোনো কিছু আলোড়ন
যন্ত্রণা সুর আকাশে বাতাসে ভাসে !


এমনি করেই নারী রূপ ছারখার !
পুরুষ একাই আদিম আজও বীর ,
শতাব্দী শেষে দেখেনিও মানবতা -
কাম-ক্রোধ-মোহ , শ্বাশত পৃথিবীর ।


............ 17 . 1 . 2018 .......................
নিরক্ষর



তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।